নড়াইলে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নবনির্মিত ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক।
বুধবার (৭ মে) সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি বলেন,‘আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী যারা আসেন, এখানে তাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই, মায়েদের জন্য শৌচাগার নেই, শিশুদের দুগ্ধপান করানোর জায়গা নেই। এসব দুর্ভোগ লাঘবের জন্য সুপ্রিম কোর্ট সারাদেশের আদালত প্রাঙ্গণের পাশে বিচারপ্রার্থী নারী-পুরুষের ব্যবহারের জন্য আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এবং নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের উদ্যোগ নিয়েছে।আমরা আশা করছি, আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এই স্থাপনা নির্মাণের ফলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।’
এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার,মোঃ শাহিনুর রহমান,যুগ্ম জেলা ও দায়রা জজ দেবদাস চন্দ্র অধিকারী, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিডিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, নড়াইল আইনজীবী সমিতির সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাড.তারিকুজ্জামান লিটু,সাধারণ সম্পাদক অ্যাড.নেওয়াজ মাহমুদ তুহিন,অতিরিক্ত পিপি অ্যাড.আজিজুল ইসলাম,অ্যাড.কাজী জিয়াউর রহমান (জিয়া) ,অ্যাড.মো: হাফিজুর রহমান,এপিপি রাজু আহমেদ রাজীবসহ বিচার বিভাগের বিচারকবৃন্দ,আইনজীবী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস