নড়াইলে পরিতোষ অধিকারী (৬৩) নামে এক বাক-প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। চার দিন পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পাগলপ্রায় স্বজনরা। নিখোঁজ পরিতোষ অধিকারী নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন বাক-প্রতিবন্ধী পরিতোষ অধিকারী। পরে আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি পরিবার। পরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করে নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্ধান চেয়ে পোস্ট করা হয়েছে।
নিখোঁজ পরিতোষ অধিকারীর ছেলে চিন্ময় অধিকারী জানান,‘আমার বাবা একজন বাক-প্রতিবন্ধী তিনি গত বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি তাই আমার বাবাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার বাবার সন্ধান পান তাহলে এই ০১৯২৮৯৮০৭৪০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান,‘পরিতোষ অধিকারী নামে এক বাক-প্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আমরা বিভিন্ন থানায় অবগত করে দিয়েছি।’
খুলনা গেজেট/ টিএ