খুলনা, বাংলাদেশ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৭
  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
  ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

নগর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে আবারো বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু হয়। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৬ বছরে কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। বিগত স্বেরাচার সরকার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের চেষ্টা করেছিলো। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। এখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর জাতিসংঘ শিশু পার্কে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন পুর্ব বক্তব্যে তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে অকাতরে জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতা-কর্মী। ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায় শফিকুল আলম মনা, বিশেষ অতিথি নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, বদরুল আলম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মুনতাসির আল মামুন, হেলাল ফরাজী, মো: নাসির উদ্দিন, এস এম কামাল হোসেন, মইদুল ইসলাম, শওকত আলী বিশ্বাস লাবু, ইয়াসির শেখ, কামরুল ইসলাম, রুবেল হাওলাদার, মাজেদুল ইসলাম তুহিন, ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুর রহমান, বাবু চৌধুরী, মনির হোসেন, মোঃ শাহ আলম, মোস্তাফিজুর রহমান সুমন, মোহাম্মদ বাহারুল ইসলাম, সেলিম মল্লিক, আম্মার মোড়ল, পমিন বিশ্বাস, বেল্লাল হোসেন, মোহাম্মদ মশিউর, মোহাম্মদ জিয়া গাজী, মোহাম্মদ রুবেল হোসেন প্রমুখ। আলোচনা শেষে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধ ও শহীদ আবু সাঈদের স্মরণে বকুল ও নীম গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।- খবর বিজ্ঞপ্তির।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!