খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নগর তাঁতী লীগের সাথে সম্পর্ক না রাখার জন্য আ’লীগের আহবান

নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিন ধরে মহানগরীতে তাঁতী লীগের নাম ব্যবহার করে কতিপয় যুবক পরিচয় দিচ্ছে বলে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি গোচরে এসেছে। যা আওয়ামী লীগের রাজনীতির শিষ্টাচার পরিপন্থী। তাদের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। মহানগর তাঁতী লীগের নতুন কোন কমিটি হলে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নলেজে থাকবে। মহানগরে একটি কমিটি বিদ্যমান থাকা সত্বেও কিভাবে নতুন করে কমিটি হয় সেটি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বোধগম্য নয়। আওয়ামী লীগের রাজনীতিতে সম্মেলন বা মহানগর ও জেলার নেতৃবৃন্দকে অবহিত করা ছাড়া এ ধরনের কোন কমিটি হয়না। এটাই আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের শিষ্টাচার বর্হিভূত। মহানগর তাঁতী লীগ নামে যারা এ ধরনের সংগঠনের পরিচয় দিচ্ছে তাদেও সাথে মহানগর আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। তাঁতী লীগ পরিচয়ধারী ওই সকল বিতর্কিতদের সাথে সম্পর্ক না রাখার জন্য মহানগর, থানা, ওয়ার্ড ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁতী লীগের ওই সকল কর্মীরা মহানগর আওয়ামী লীগের কোন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে পারবে না। তারা কারো কোন মানুষের সহযোগীতা চাইলে সহযোগিতা না করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন। নেতৃবৃন্দ এই কমিটি বিলুপ্ত করার জন্য তাঁতী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!