আগামী ৩০ অক্টোবর শুক্রবার খুলনা মহানগরীর ২৮ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সোমবার (১২ অক্টোবর) ২৮ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির কর্মীসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আ’লীগ একটি গনতান্ত্রিক দল। এই গণতান্ত্রিক দলে কোন অগণতান্ত্রিক কর্মকাণ্ড হতে দেয়া হবে না। যারা অন্যের ভাবমূর্র্তিকে নষ্ট করতে তৎপর তাদের দলে স্থান দেয়া হবে না। দলের ভাবমূর্তি নষ্ট করতে যারা ফেসবুকে নানা ধরণের স্ট্যাটাস দেন তারা আ’লীগের কোন পদে থাকতে পারবে না। তিনি আরো বলেন, আ’লীগকে নিয়ে নানা ধরণের অপপ্রচার চলছে। অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে দেয়া যাবে না। যারা আ’লীগে অনুপ্রবেশ করে দলের সম্মানকে ক্ষুন্ন করছেন তারা সংগঠেনের কোন দায়িত্বে আসতে পারবেন না। পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করে, সেসব নেতাকর্মী দলে স্থান পাবে। দাম্ভিকতা মনোভাব ধারণ করে আ’লীগ করা যাবে না। আ’লীগ করতে হলে সাধারণ মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের সেবা করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহানগরীর প্রত্যেকটা ওয়ার্ডের পূজা মন্ডপে পাহারা দিবেন। প্রত্যেকটা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পূজা মন্ডপে কোন অবাঞ্ছিত লোকজনকে পরিদর্শন করতে দেয়া যাবে না।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায়, মহানগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আ’লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম।
সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আ’লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, শফিকুর রহমান পলাশ, এস এম আকিল, আব্দুল হাই, শাহ মো. জাকিউর রহমান জাকির, মো. আজম খান, মনসুল আলী, এ্যাড. হিমাংশু চক্রবর্তী, আব্দুর রহিম বাবু, বাবুল সরদার বাদল, নিখিল কুমার বিশ^াস, ইলিয়াছ চৌধুরী, সমীর কৃষ্ণ হীরা, রেখা খানম, দিলীপ রায় খোকন, শেখ মাহবুব, মোল্যা আলী আহমেদ, শেখ রাজিউল ইসলাম রাজুসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খুলনা গেজেট / এমএম