খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

নগরীর ১৪ ও ১৫ নং ওয়ার্ডে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

গেজেট ডেস্ক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত সরকারের প্রধান মাফিয়া রানী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে আগের রাতের নির্বাচন ও ২০২৪ সালের ডামি নির্বাচনের মধ্য দিয়ে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু সারা দেশে এখনো আওয়ামী লীগের দোসর হিসাবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি। শেখ হাসিনা জুতা পরার সময় পায়নি। আপনারাও পালিয়ে যাওয়ার সময় পাবেন না।

রবিবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় খালিশপুর থানার অর্ন্তগত ১৪নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই জাতিকে মুক্ত করেছেন দেশনায়ক তারেক রহমান।

১৪নং ওয়ার্ড বিএনপি আহবায়ক জহর মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সম্মেলনের উদ্বোধক ছিলেন খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন সহ অনেকে।

সম্মেলনের দ্বি-বার্ষিকীর দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে হায়দার তরফদার, সাধারন সম্পাদক পদে নুরুল ইসলাম নুরু ও সাংগনিক সম্পাদক পদে মিজানুর রহমানকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা।

এছাড়া রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় খালিশপুর থানার অর্ন্তগত ১৫নং ওয়ার্ড বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। তিনি বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে, অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।

কাজী ছরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সম্মেলনের উদ্বোধক ছিলেন খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন সহ অনেকে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে সভাপতি মিন্টু কাজী, সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও আসাদুজ্জামান মনির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেন। খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!