খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

নগরীর মোড়ে মোড়ে এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আজ সোমবার সকাল থেকে দল বেঁধে আসছেন নেতা কর্মীরা। জনসভাস্থল খুলনার সার্কিট হাউজ মাঠ ও তার আশপাশের এলাকায় দুপুর ১২টায় মানুষে মানুষে পূর্ণ হয়ে উঠেছে।

এই জনসভা উপলক্ষে তোরণ, পোস্টার, ব্যানার আর ফেস্টুনে মোড়ানো হয়েছে পুরো খুলনা শহর। সেই সঙ্গে সকাল থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নগরের পড়ে গেছে সাজ সাজ রব।

এদিকে জনসভা স্থল ও তার আশপাশের এলাকায় মানুষের চাপ নিয়ন্ত্রণে ও প্রধানমন্ত্রীর জনসভা বেশি মানুষের কাছে পৌঁছাতে মহানগরীতে বসানো হচ্ছে ২০টি ডিজিটাল এলইডি স্ক্রিন। যা জনসভা এলাকার চারদিকে বসানো হয়েছে। এছাড়া ৪০০ টি মাইক স্থাপন করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে খুলনা নগরীকে।

আজ দুপুর ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সমাবেশ খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আসায় বিভাগের ১০ জেলায় দলের তৃণমূল নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। রয়েছে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ৩টি মেডিকেল টিম।

জনসভায় খুলনা ছাড়াও বিভাগের ১০ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন আজকের জনসভায়।

বিএনপির অবরোধ থাকলেও কোনো অসুবিধা হয়নি বলে জানান তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!