নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে মারুফুল ইসলাম (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (৮ মে) দুপুরে মিরেরডাঙ্গা টিবি হাসপাতালের পরিত্যাক্ত ভবনের ২য় তালার সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মারুফুল ফুলবাড়ীগেটের চা দোকানি নুরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকালে টিবি হাসপাতালের ভিতরে খেলা করার সময় শিশুরা দেখতে পাই ফ্যানের হুকের সাথে রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তি ঝুলছে। এ সময় পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই মোঃ হাসানুজ্জামান বলেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে ।