বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই এক সঙ্গে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে এবং দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার সময়ে আমাদের লক্ষ্য ছিল, একটি ধর্ম নয়, বর্ণ নয়, কোনো সম্প্রদায় নয়, সমগ্র বাংলাদেশের মানুষের জন্য সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে নির্মাণ করা। বিএনপি কেবল অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, অন্যান্য ধর্মের যে অধিকার, সেই অধিকার রক্ষা করার জন্য চেষ্টা করে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়। এ দেশের মানুষ এসবে বিশ্বাস করে না।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুর্গা পূজার নবমীতে নগরীর বিভিন্ন পূজামন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, গণতন্ত্র হরণ করা হয়েছে, ভোটের অধিকারের জন্য মানুষকে লড়াই করতে হচ্ছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি। এখানে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবার অধিকারকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে, সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শিববাড়ি পূজামন্ডপের সভাপতি বাবু মহাদেব সাহা, সাধারন সম্পাদক শুকুমার সাহা, গোপাল সাহা, লিটন সাহা, ২২নং ওয়ার্ডের কালীবাড়ি মন্দিরের মন্দির কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ দর্শনার্থী, ভক্ত ও অনুসারীদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন মো. মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটু, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, শামীম আশরাফ, আরিফুর রহমান আরিফ, তরিকুল আলম তুষার, শাকিল আহমেদ, পারভেজ মোড়ল, সুলতান মাহমুদ সুমন, মাহমুদ হাসান মুন্না, সালাউদ্দিন সান্নু, জাহাঙ্গীর মল্লিক, তরিকুল আলম, কবির বিশ^াস, শেখ রাজ, আশরাফ হোসেন, হাসিব খান, নোমান মাহমুদ, ইয়াসিন আরাফাত, রুহুল আমিন রাসেল, কামাল উদ্দিন, আনিস, আব্দুর রহিম, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, মো. মাসুম, আশরাফ হোসেন, ইকবাল, লিটন, ফিরোজ আহমেদ, শাহনেওয়াজ প্রমুখ।
খুলনা গেজেট/কেডি