বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর জন্য নয়। এখানে সবার অধিকার সমান। সংখ্যায় কম বেশি বলতে কিছু নেই। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হাজার বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং থাকব।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দুর্গা পূজার সপ্তমীতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে কোনো ধরনের বিভেদ বা সংঘাত দেখতে চাই না। আমাদের সবার পবিত্র দায়িত্ব এই দেশে ধর্মকে নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি কেউ যেন না করে। ধর্মকে নিয়ে যেন কোনো সংঘাত না হয়। সাম্প্রদায়িকতা সৃষ্টি না হয়। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি থাকে সেখানে সকলের অধিকার রক্ষা করা সম্ভব, এই সংঘাত সৃষ্টি হয় না। আমরা সংখ্যালঘু কথাটিতে বিশ্বাস করি না, বিশ্বাস করি এ দেশে যারা আছেন, সবাই বাংলাদেশের নাগরিক, তাদের পরিচয় একটা তারা বাংলাদেশি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারদিয়া দুর্গাপূজা উপলক্ষে খুলনা বড় বাজার পূজা কমিটির সভাপতি প্রদীপ সাহা মদন, সাধারন সম্পাদক তরুণ রায় শিবু, সোনাপট্রি পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যাম ভক্ত, সাধারন সম্পাদক শ্যাম পোদ্দার, আর্য ধর্মসভা মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারন সম্পাদক সমর কুমান কু-ু, দোলখোলা সর্ব্বজনীন পূজা কমিটির সভাপতি সুধা সাহা, সাধারন সম্পাদক তপন দাস বাপি, সাহেবের খবরখানা সর্ব্বজনীন মন্দির, পঞ্চবিথী ক্রীড়া চক্র এবং দোলখোলা শীতলাবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। এসময় তিনি সকলকে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন এবং পূজা উদযাপন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, শমশের আলী মিন্টু, শামসুজ্জামান চঞ্চল, কামরুজ্জামান লাল্টু, আব্দুল জব্বার, রবিউল ইসলাম রবি, জাকারিয়া লিটন, শামীম আশরাফ, মোস্তাফিজুর রহমান বাবলু, আল বেলাল, আরিফুর রহমান আরিফ, মাসুদ রেজা, রাজিবুল আলম বাপ্পী, সাইমুন ইসলাম রাজ্জাক, সেলিম বড় মিয়া, সালাউদ্দিন সান্নু, শামীম খান, মাহমুদ হাসান মুন্না, মোফাজ্জেল হোসেন, কামাল উদ্দিন, কবির বিশ্বাস, আজাদ শেখ, জামাল হোসেন, কামরুল বিশ্বাস, রুহুল আমিন রাসেল, পিএম শহিদ, ওলিয়ার রহমান, শামীম রেজা, ইয়িাসিন আরাফাত সাগর, আনোয়ার সরদার, অরিফুজ্জামান লিটন, ইউনুচ শেখ, মুরাদ খান, সিরাজুল ইসলাম, মিলন মোরশেদ সোহাগ প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির
খুলনা গেজেট/কেডি