খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি সকল ধর্ম স্বাধীনভাবে পালন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিশ্বাসী। বিএনপি কোনো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না। রাজনীতি দিয়ে প্রতিপক্ষ রাজনীতিকে মোকাবেলার নীতিতে বিশ্বাসী। কিন্তু বিগত পতিত আওয়ামী লীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক খেলায় তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। স্বৈরাশাসক সরকারের প্রধান শেখ হাসিনা লুটপাট করে পালিয়েছে। তবে সে তার ধান্দাবাজ সব নেতাকর্মীদের রেখে গেছে। এদের বিষয় সতর্ক থাকতে হবে। দুর্গা উৎসব বাঙালির উৎসব। এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আশরাফুল আলম নান্নু, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মজিবর রহমান, আফসার মাস্টার, আলী আক্কাস, শহীদ খান, সালাউদ্দিন মোল্লা বুলবুল, আমিন আহমেদ লিটন, হুমায়ুন কবীর চৌধুরী, বাবুল রানা, আরশাদ আলী, মনিরুজ্জামান মনি, লিটন, বায়জিদ হোসেন, তৌহিদ, জাহেদা পারভীন, ময়জুদ্দিন চুন্নু, আব্দুল আজিজ সুমন, ইশতিয়াক আহমেদ ইসতি, ইফতেখার হোসাইন বাবু, জাহাঙ্গীর হোসেন, জিয়াউর রহমান জিয়া, পরভীন আক্তার লাবনী প্রমূখ।
শফিকুল আলম মনা মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এদিকে খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল অলম তুহিন বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর থানার পাবলা কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দির, পাবলা গাছতলা পূজা মন্দির, পাবলা মধ্যপাড়া পূজা মন্দির, সাহা পাড় পূজা মন্দির, বিএল কলেজ পূজা মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রেহানা ঈসা, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, শেখ আনসার আলী, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, খবির উদ্দীন, নুর ইসলাম বাচ্চু, নেহিবুল হাসান, জয়নাল আবেদীন, জাহিদ হোসেন খসরু, শেখ নাজিম, হুমায়ুন কবির, শামীম আজাদ মিলু, মনিরুল ইসলাম নিশা, আরামান হোসেন, মোক্তার হোসেন, সিরাজুল ইসলাম সানি, সালমা বেগম, মদিনা বেগম, এম এম জসিম, মহিদুল ইসলাম, আল আমিন রতন, আল আমিন লিটন, মাহবুব হোসেন, মিজানুর রহমান, সত্যনন্দ দত্ত, অমিত সাহা, আশরাফুল ইসলাম প্রমূখ। শফিকুল আলম তুহিন মন্দির পরিদর্শনে গিয়ে মণ্ডপের পূজারী, পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তিনি খানজাহান আলী থানার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
খুলনা গেজেট/কেডি