ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিএনপি মিডিয়া সেলের পাঠানো বিবৃতিতে নিন্দা জানানো হয়। এতে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে খুলনা নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো মিছিল থেকে কতিপয় উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ভাঙচুরকৃত প্রতিষ্ঠানের আশপাশের সিসি ক্যামেরা রয়েছে।
সিসি ক্যামেরার ভিডিও ও ছবি দেখে হামলা-ভাঙচুর ও লুটপাটে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে একটি গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে উল্লেখ করে অবিলম্বে কঠোর হাতে এদের দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।
খুলনা গেজেট/ টিএ