খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নগরীতে বিকালে যুবলীগ-ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শনিবার খুলনায় অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ ঘিরে নগরজুড়ে চলছে দলটির প্রস্তুতি। এরই মধ্যে আজ শুক্রবার বিকেলে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে সংগঠনগুলোর বর্ধিত সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির ‘সন্ত্রাসী, জঙ্গিবাদ ও মিথ্যাচার’ এর প্রতিবাদে সংগঠনগুলো সমাবেশ ও মিছিল করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার দুপুরে নগরীর সোনালী ব্যাংক চত্বরের সড়কের ওপর বিএনপির গণসমাবেশের আয়োজন করা হয়েছে। শুকবার সন্ধ্যা থেকে সেখানে মঞ্চ তৈরির কার্যক্রম শুরু হবে। এমন সময়ে ক্ষমতাসীন সংগঠনগুলোর মিছিল কর্মসূচি খুলনায় কিছুটা উদ্বেগ ছড়িয়েছে।

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সরকারের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। বিএনপির সমাবেশ একদিন পরে। তারা তাদের মতো সমাবেশ করবে। তবে সমাবেশ থেকে যদি সরকারকে নিয়ে কোনো কটূক্তি করে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!