নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লুৎফর রহমান (৪৫) নামে এক সিএনজি চালক মারাত্মক জখম হয়েছেন। বৃহস্পতিবার (০৭ জুলাই) রাত ১০ টার দিকে নগরীর মুজগুন্নী এলাকার ছাতা পার্কের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা খুবই আশঙ্কা জনক। আহত ব্যক্তি খালিশপুর উত্তরপাড়া এলাকার রমিজ উদ্দিন তালুকদারের ছেলে।
খালিশপুর থানার এস আই রিপন শেখ বলেন, নগরীর মুজগুন্নী পেটকা বাজার থেকে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী ওই এলাকার ছাতা পর্কে যাওয়ার উদ্দেশ্যে লুৎফর রহমানের সিএনজি ভাড়া করে। ছাতা পার্কের সামনে এসে ২ জন যাত্রী গাড়ি থেকে নেমে যায়। সিএনজির মধ্যে একজন যাত্রী বসে থাকে। কিছুক্ষণ পর ওই যাত্রী চালককে আবু নাসের হাসপাতালের সামনে মদিনাবাগ বাইপাস সড়কের দিকে যেতে বলে। কিন্তু চালক বাইপাসের দিকে যেতে রাজি না হওয়ায় তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে সিএনজি নিয়ে পলানোর চেষ্টা করে। রাস্তায় পুলিশের টহল থাকার কারণে দুর্বৃত্তরা এ্যাংকর বিল্ডিং এর সামনে লিংক রোড চৌরাস্তা মোড়ে ফেলে পালিয়ে যায়। চালক লুৎফর রহমানকে রক্তাক্ত অবস্থায় পেয়ে এলাকাবাসি উদ্ধার করে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটির সংবাদ শুনে বাইপাস যাওয়ার সকল রাস্তায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়। সিএনজি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে ওই এলাকার বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।