ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আগামীকাল শুক্রবার। বিকাল ৩টায় নগরীর ডাকবাংলো চত্বর থেকে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে ইমানি চেতনায় উজ্জি¦বিত হয়ে এ কর্মসূচিতে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচি সফলে নগরীর ডাকবাংলো জামে মসজিদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সাধারন সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন- মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতি জিহাদুল ইসলাম, মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা আনোয়ারুল আজম, মাওলানা কারামত আলী, মাওলানা মোল্যা মেরাজুল হক, মাওলানা আনিছুজ্জামান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নূর সাঈদ জালালী, মুফতি রবিউল ইসলাম রাফে ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ। শুক্রবার বিকাল ৩টায় ডাকবাংলো চত্বরের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সর্বস্তরের তাওহীদি জনতাকে উপস্থিত হয়ে নবী প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপনের জন্য আহবান জানানো।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ইমানী দায়িত্ব থেকে ইসলাম বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর সময় হয়েছে। সারা পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তি এক হয়েছে। আমাদেরও ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাড়াতে হবে। এই কর্মসূচির অংশ হিসাবে ডাকবাংলো চত্বর থেকে আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করতে চাই। আশাকরি পুলিশ সহ সরকারের অন্যান্য সংস্থার ব্যক্তিরাও আমাদের সহযোগিতা করবে। মনে রাখতে হবে। এই আন্দোলন খুলনা জেলা ইমাম পরিষদের একার না, এই আন্দোলন খুলনাসহ সকল মুসলমানের।
খুলনা গেজেট/এমবিএইচ