খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ

নগরীতে ছাগলে ক্ষেতের ফসল নষ্ট করার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

 নিজস্ব প্রতিবেদক

নগরীতে ছাগলে ফসলের ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে মারপিট ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। লবনচরা মাথাভাঙ্গা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে শুক্রবার (০৭ এপ্রিল) এ মমলা দায়ের করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, আসামী সাকিব আহমেদ, শাকিল আহমেদ, জালী হোসেন, নার্গিস বেগম, সুমাইয়া আক্তার রিমু বাদীর প্রতিবেশী। এলাকার জনৈক নজরুল ইসলাম তালুকদারের সাথে বাদী বড় জামাই রবিউল ইসলামে দীর্ঘ দিন  জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গত ৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে নজরুল ইসলামের একটি ছাগল রবিউল ইসলামের ফসলাদি নষ্ট করে। রবিউল ইসলাম ছাগলটি আটক নজরুলকে ছাগলটি নেয়ার জন্য খবর দিলে অভিযুক্তরা ছাগলটি নিতে এসে বাদীর মেয়ে ও মেয়ের জামাইয়ের উপর ক্ষিপ্ত হন। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।  এক পর্যায়ে তারা রবিউল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। একই সময়ে লাঠি ও লোহার রড দিয়ে বাদীর ছোট জামাই সাইফুল ইসলাম মিল্টনকে  মাথায় আঘাত করে। হামলাকারীরা নগদ অর্ধ লক্ষাধিক টাকা, মেয়ের গলায় চেইন, নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

লবনচরা থানার ওসি এনামুল বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তপুর্বক থানায় ( মামলা নং-৪) শনিবার রেকর্ড করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!