নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক, শারমিন জাহানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) শারমিনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানায় মামলা দায়ের করে। রাতে গ্রেপ্তার করা হয় তাকে।
শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তার মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল বিএসএমএমইউয়ের করোনা ইউনিটে এন-৯৫ মাস্ক সরবরাহ করে। হাসপাতালটির অভিযোগ, থ্রি এম কোম্পানির লোগো বসিয়ে এসব নকল মাস্ক সরবরাহ করেছেন শারমিন।