খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

নওয়াপাড়া সরকারি কলেজের ১৪ কৃ‌তি শিক্ষার্থীর অধ্যক্ষের সাথে স্বাক্ষাত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে এবছর বুয়েট ও বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া ১৪ জন শিক্ষার্থীদের দিক নির্দেশনার জন্য আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে অধ্যক্ষের সাথে স্বাক্ষাত করেন।

এসময় অধ্যক্ষ রবিউল হাসান শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ তাদেরকে উচ্চ শিক্ষা গ্রহণ ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলের শিক্ষা সম্পন্ন ও ভবিষ্যতের কর্মজীবনে সফলতা কামনা করেন। এছাড়া দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজ করার আহবানও জানান।

উল্লেখ্য, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ বছর ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পেয়েছে । তারা হলেন, বুয়েটে রাকিবুল ইসলাম ইমন ও এসএম ইফতেখার রহমান সাগর, ঢাকা মেডিকেলে জান্নাতুল ফেরদাউস, গোপালগঞ্জ মেডিকেলে সজীব আহমেদ, খুলনা মেডিকেলে জিএম জুয়েল হোসেন, এসএম আবিদ হাসান, আসিফ ইকবাল ও মুশফিকুর রহমান, (আর্মড ফোরসেস মেডিকেলে সাইমুম ইসলাম, রাজশাহী মেডিকেলে পূর্নেন্দু বিশ্বাস ও রমিজ মুস্তাকীন, যশোর মেডিকেলে রুবাইয়াত রহমান রুমা, মুগদা মেডিকেলে ফাহিমা মেহজাবিন মার্জিয়া এবং মাগুরা মেডিকেলে ফাহারিয়া আনজুম। তাদের স্বপ্ন এখন উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশ, সমাজ, পরিবার ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!