খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নওয়াপাড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নজরুল সম্পাদক মোজাফফার

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যারা। তারা হলেন, সভাপতি নজরুল ইসলাম মল্লিক, (দৈনিক ইনকিলাব/লোকসমাজ), সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান (দৈনিক গ্রামের কাগজ/মানবজমিন), সহ-সভাপতি এসএম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ), সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ (দৈনিক স্পন্দন), যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ (দৈনিক কালের কন্ঠ), সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স (দৈনিক নওয়াপাড়া), কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান (দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক), দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন আহমেদ (দৈনিক সময়ের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম আলাউদ্দিন (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা (দৈনিক বাংলাদেশ টুডে), তথ্য, প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন (দৈনিক যুগান্তর), কার্যনির্বাহী সদস্য মোঃ সেলিম হোসেন (দৈনিক নিউনেশন),

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নিবার্চন পরিচালনা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটারদের আপত্তি গ্রহণ ও ভোটার তালিকা সংশোধন শেষে ১৫ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ। ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দান করা হয়। প্রতাহারের শেষ সময় এরপর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শুক্রবার সন্ধায় কোন পদে একের অধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নওয়াপাড়া প্রেসক্লাবের ২০২২/২৩ সালের ১২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!