খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

নওগা-২ আসনে নৌকার প্রার্থী শহিদুজ্জামান জয়ী

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

সোমববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৪ হাজার ৫৬০টি।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৮৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ।

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রাথী মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!