আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার-আপ ভারত। হাই ভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ১১১ রানে।
অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মত। দলীয় ১৪ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে মাহফিজুল ইসলাম, ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিলকে। আইচ মোল্লা এক প্রান্ত আগলে রেখে চেষ্টা চালালেও ৪৮ বলে ১৭ রান করে থামতে হয় তাকেও।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৬ রানের মধ্যেই ৭ ব্যাটারের উইকেট হারায় রাকিবুল হাসানের দল। এরপর আশিকুর জামানকে নিয়ে লড়াই চালিয়ে যান এসএম মেহরব। অষ্টম উইকেটে দুজনে গড়েন ৫২ রানের পার্টনারশিপ।
তবে তাদের জুটি ভাঙতেই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। ৬টি চার হাঁকানো মেহরব ৪৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। এরপর থামতে হয় ২৯ বলে ১৬ রান করা আশিকুরকেও। আটে নেমে প্রতিরোধ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন মেহরব।
শেষপর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের পক্ষে রবি কুমার তিনটি ও ভিকি ওস্তাল দুটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১১১/১০ (৩৭.১ ওভার)
মেহরব ৩০, আইচ ১৭, আশিকুর ১৬
রবি ১৪/৩, ওস্তাল ২৫/২
জয়ের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ১১২ রান।