ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কম্বাইন্ড হারভেস্টারের (ধান ও গম কাটার মেশিন) ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল চালকের নাম কামরুল ইসলাম নামে (৩৮)।
রোববার(২৭ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের শাখারিদহ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে সাজেদুর রহমান নামে আরও একজন বাইক আরোহী আহত হয়েছেন। নিহত কামরুল শহরের ক্যানালপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে ও সাজেদুর শহরতলির মান্দারতলা এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঝিনাইদহ থেকে বাইকযোগে তারা হরিণাকুন্ডুতে ফিরছিলেন। বাইকটি দুর্ঘটনাকবলিত এলাকার সড়কের বাঁক ঘোরার সময় অপরদিক থেকে আসা ধান ও গম কাটার গাড়ির সাথে ধাক্কা লেগে তারা মাটিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাইকের চালক কামরুল। গুরুতর আহত সাজেদুরকে উদ্ধার করে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ এস আই