বিসিবি প্রেসিডেন্টস কাপে জয় দিয়ে শুরু করেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে তারা ৫ উইকেটে তামিম ইকবালের দলকে পরাজিত করে। যদিও মাত্র ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহমদুল্লাহ’র দলকে ০ রানেই তিন উইকেট হারাতে হয়েছিলো। তবে মুমিনুল ও নুরুল হাসানের দৃঢ়তায় ধাক্কা সামলে ৫ উইকেটের সহজ জয় পায় মাহমুদুল্লাহ’র দল।
১০৪ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোন রান নিতে পারেনি মাহমুদউল্লাহ একাদশ। দ্বিতীয় ওভারে প্রথম বলেই নাঈম শেখকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান। নাঈম ০ রানে ফেরার পর তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাইফউদ্দিনের ভেতরে আসা বলে বোল্ড হন লিটন। তিনিও ফেরেন ০ রানে। একই ওভারে তিন বল পর কভারে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল কায়েস। ০ রানে ৩ উইকেট হারানো দলটিকে বিপদ থেকে টেনে তোলার লক্ষ্যে ব্যাটিং করতে থাকেন মাহমুদউল্লাহ এবং মুমিনুল।
দুজন মিলে এই জুটি ৩৯ রান যোগ করলেও তাইজুল ইসলামের বলে ১০ রানে বোল্ড হন অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়ক ফিরলেও নুরুল হাসানকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন মুমিনুল। কিন্তু ৭৭ রানে তাইজুলের বলেই ইনসাইড এজে ফেরেন তিনি। ৩৯ রান আসে তাঁর ব্যাট থেকে।
৫ উইকেট হারালেও সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নুরুল। ২০ ওভার বাকি থাকতে প্রথম জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ। এর আগের ম্যাচে নাজমুল একাদশের কাছে হেরেছিল দলটি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা তামিম একাদশ অল আউট হয় ১০৩ রানে। সর্বোচ্চ ২৫ রান এসেছে এনামুল হক বিজয় এবং তানজিদ তামিমের ব্যাট থেকে। মাহমুদউল্লাহর দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন এবং সুমন খান।
মেহেদি মিরাজ এবং আমিনুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল এক ঘণ্টা ৪৫ মিনিট। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৭ ওভারে। জিততে হলে ৪৭ ওভারে ১০৪ করতে হবে মাহমুদউল্লাহ একাদশকে।
খুলনা গেজেট/এএমআর