ধর্ষণ প্রতিরোধে ছয় দফা দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। দাবি আদায়ে আগামী শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে গণমিছিল করবে সংগঠনগুলো। সমমনা ইসলামী দল সমূহের এক জরুরি বৈঠকে রবিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। জমিয়তে উলামায়ে ইসলাম এর মহাসচিব ও সমমনা ইসলামী দল সমূহের সমন্বয়ক নূর হোসাইন কাসেমী বৈঠকে সভাপতিত্ব করেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. ঈশা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা খুরশেদ আলম কাসেমী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত আন্দোলনের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ।
দাবিসমূহের মধ্যে রয়েছে ধর্ষণ প্রতিরোধে জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পর্ণোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খুলনা গেজেট/এনএম