খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

ধর্ষণ প্রতিরোধে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

তালা প্রতিনিধি

সাতক্ষীরা তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগে সহযোগিতায় সারাদেশে চলমান নারী শিশু ধর্ষন ও সহিংসতার প্রতিবাদ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিডিইআরএম’র সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী,জুয়েল সরকার প্রমূখ।

অন্যদিকে সোমবার সকাল ১১ টায় তালা প্রেসক্লাবের সামনে নাগরিক কমিটি ও ভূমিজ ফাউন্ডেশন আয়োজনে সারাদেশে নারীর প্রতি সম্ভ্রমহানী,নির্যাতন,মধ্যযুগীয় বর্বতার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,নাগরিক কমিটির সাধারণ সস্পাদক মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্বা আল্লাউদ্দিন জোয়াদ্দার,জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,ভুমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য কুমার সাহা,বাংলাদেশের ওয়ার্কাস পাটির তালা উপজেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি জাহিদুর রহমান লিটু,শফিউর রহমান ডানলপ প্রমুখ।

এ সময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানান।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!