খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

দেশ জুড়ে ধর্ষণ, যৌন নিপীড়নসহ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা আ’লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর জোছনা আরা। অন্যান্যের মধ্য বক্তৃতা করেন সংগঠনটির সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারন সম্পাদক সুলেখা দাস, রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশনারা আরা রুবি প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নারীর প্রতি সহিংসতাসহ শিশু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের বাংলার মাটিতে কোন ঠাঁই নেই।’ বক্তারা এ সময় ধর্ষণ ও যৌন নিপীড়নে জড়িতদের ফাঁসির জোর দাবি জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!