খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়ানুষ্ঠানে জেলা প্রশাসক

‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সাঃ) এর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়’

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কঠোর পরিশ্রম করে ইসলাম প্রতিষ্ঠা করেন। বিদায় হজের ভাষণ মানবজাতির জন্য চিরকালীন আলোর দিশারি হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ ও অনুকরণ করলে মানুষের জীবন অনেক পরিবর্তন হতো।

জেলা প্রশাসক বলেন, তাঁর আদর্শ নিয়ে আমাদের সামনে এগুতে হবে এবং চর্চা করতে হবে। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!