খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্ত

ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহর স্ট্যাটাস

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে বাংলাদেশ দলের সময়টা ভালো যাচ্ছে না। এরই মধ্যে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে টাইগাররা। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে প্রথমটিতে জয়ের পর টানা ছয় ম্যাচ হেরেছে বাংলাদেশ দল।

ব্যাট হাতে ব্যাটারদের আর বল হাতে বোলারদের বাজে পারফরম্যান্সের কারণেই ছিটকে পড়েছে বাংলাদেশ। শঙ্কায় রয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়াও।

দলের যখন এমন অবস্থা তখন বিপরীত মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে উজ্জল তিনি। তার ব্যাটে বার বার লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। সঙ্গে সর্বোচ্চ রানও এসেছে তার ব্যাট থেকে।

বিশ্বকাপে সব দেশের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় পঞ্চদশ স্থানে অবস্থান মাহমুদউল্লাহর। ছয় ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাট করে ২৭৪ রান করেন তিনি। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি একটি করে।

যে কোম্পানির ব্যাট হাতে সফলতা পেয়েছেন এই ব্যাটার। এবার সেই এসএফ এর কারখানাতে ভিজিটে গিয়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।

শুক্রবার (৩ নভেম্বর) এসএফ ব্যাট কারখানায় তোলা একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লেখেন, আলহামদুলিল্লাহ, আমি আবার একবার এসএফ এর কারখানা পরিদর্শন করলাম। ভালো সময় ছিল। চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ অনিল ভাই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!