কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কান্দারপাড় গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় ৫ শিশু সহ ৫৮ জন অসুস্থ। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অসুস্থদের স্হানীয় মাঠেরদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা। পরে তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি স্থিতিশীল। চিকিৎসকরা ২৪ ঘন্টা অসুস্থদের প্রতি নজর রেখেছেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, কান্দারপাড় গ্রামের সন্তু ভুঁইয়া নামে এক ব্যক্তির বাড়িতে ছাদ ঢালাই উপলক্ষে পুজো ও ভোজের ব্যবস্থা করা হয়। সেই ভোজ খেয়ে এতগুলো লোক অসুস্থ হন। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক রয়েছে।
খুলনা গেজেট/এনএম