খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

দ. আফ্রিকা সফরে সাকিব সব ম্যাচ না-ও খেলতে পারেন

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও সব ম্যাচ না-ও খেলতে পারেন সাকিব আল হাসান। তার শারীরিক ও মানসিক ধকলের কথা বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট সাকিবকে বিশ্রাম দিতে পারে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১২ মার্চ) বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব সব ফরম্যাটে এভেইলেবল।’ তবে সাকিব সব ম্যাচ খেলবেন, সেই নিশ্চয়তা দেননি।

তিনি বলেন, ‘ওখানে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ করেছে। এমনও হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই। আমার ধারণা সবই খেলবে। না খেললেও কোনো অসুবিধা নেই। ও যদি ওখানে গিয়ে কোনো ম্যাচে বিশ্রাম চায়, নিতে পারে।’

বিসিবি সভাপতি এ সময় আহ্বান জানান, কোনো ম্যাচ কেন, কোনো সিরিজেও কেউ যদি অনুপস্থিত থাকেন তা নিয়ে যেন প্রোপাগান্ডা ছড়ানো না হয়।

তিনি বলেন, ‘একটা-দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এটা নিয়ে এত হইচইয়ের কিছু নেই। এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে কাউকে রাখবে না, ড্রপ দিয়ে নতুন কাউকে যাচাই করতে পারি। অনেক খেলোয়াড় কোনো সিরিজে না-ও খেলতে পারে, তার অসুবিধা থাকতেই পারে। এটাকে আপনারা স্পোর্টিংলি নিন।’

সাকিবের মানসিক অবসাদকে ‘খেলার অংশ’ উল্লেখ করে তাকে মানসিকভাবে সাহস যোগানোর আহ্বান জানান তিনি, ‘এটা খেলারই অংশ। এটাই সারা পৃথিবীতে হয়ে আসছে। এই সময়টায় আমাদের সবার সাকিবকে সাপোর্ট দেওয়া উচিৎ। ওর সাথে থাকা উচিৎ, মানসিকভাবে শক্তি জোগানো উচিৎ। যে সমস্ত আলোচনা, টকশো হচ্ছে, আসলে এগুলো কারও জন্যই ভালো না। আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকব।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন উপমহাদেশের দেশগুলোর জন্য বেশ কঠিন। তবে সাকিবের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করে তুলবে, এমন আশা বোর্ড সভাপতির।

পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা অন্যতম কঠিন সিরিজ খেলতে যাচ্ছি। কিছু দিন আগে উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী ভারত হোয়াইটওয়াশ হয়ে এসেছে। ওখানে গিয়ে জেতা অসম্ভব। আশা করছি আমাদের দল ভালো খেলবে। জিতলে তো খুশি হবই। নিউজিল্যান্ডে একটা জিতে এসেছি দেখে এখানে জিতে যাব এমন চিন্তাধারা ঠিক না। খেলতে খেলতেই ছেলেরা ভালো খেলবে। সাকিবের অন্তর্ভুক্তিতে টিম স্পিরিট বেড়ে যাবে।’

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!