খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ থেকে পড়ে একজন নিহত, ছিনতাইয়ের পর ওপর থেকে ফেলে দেয়ার অভিযোগ
  রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দ্রুততম সময়ে নির্বাচিত সরকার গঠন করুন : ড. ফরহাদ

গেজেট ডেস্ক 

দ্রুততম সময়ে নির্বাচিত সরকার গঠন করুন মন্তব্য করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত নির্বাচনগুলোতে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যে কারণে ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার ভোটও আমি দিতে পারিনি।’

রোববার (৫ জানুয়ারি) নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে এনপিপি লক্ষীপাশা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা আর বাংলার মাটিতে ফিরতে পারবেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তারা ক্ষমতায় থাকতে খুন, গুম, আয়নাঘর, মিথ্যা মামলা, নির্যাতন, কারাগারে নিয়ে দমন-পীড়ন করেছে। দেশ থেকে ১৭ লাখ কোটি টাকা পাচার করেছে। ১৬ বছর ক্ষমতায় থাকলেও নড়াইলের তেমন উন্নয়ন করেনি। প্রতিষ্ঠার দীর্ঘদিন পার হলেও আমাদা আদর্শ কলেজ এমপিওভুক্ত হয়নি। এলাকার উন্নয়ন করেনি।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক না হবে। দ্রুততম সময়ে নির্বাচন দিন। ভোটাররা যাকে ইচ্ছে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বর্তমানে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। দ্রব্যমূ্ল্যের দাম না কমিয়ে আবার ৪৫টি পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।’

কৃষকদের উদ্দেশ্যে ফরহাদ বলেন, ‘তারা খেটে খাওয়া মানুষ। অনেক গরিব মানুষ। তারা দেশের টাকা পাচার করে না। দেশের উন্নয়ন করতে হলে বিনা সুদে প্রতিটি কৃষককে ১০ লাখ টাকা করে ঋণ দিতে হবে। শিল্প কলকারখানা করতে হবে।’

এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় এবং লক্ষীপাশা ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি জহির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম রেজা, জেলা বিএনপির দফতর সম্পাদক টিপু সুলতান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, সিনিয়র প্রভাষক রূপক মুখার্জি, এনপিপির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, কেন্দ্রীয় সদস্য কাজী শওকত আলী, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মোল্যা, আবুল কাশেম খান, শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল, কে এম রবিউল ইসলাম, আসলাম মৃধাসহ প্রমুখ।

সম্মেলন শেষে এনপিপি লক্ষীপাশা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়। দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি জহির আহম্মদ, সাধারণ সম্পাদক জোবায়ের শেখ ও সাংগঠনিক সম্পাদক শেখ জিন্নাতের নাম ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!