পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার দুপুর ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মহানগর জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে শফিকুল আলম মনা তার বক্তৃতায় বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বেঁচে থাকার ন্যূনতম চাহিদা মেটাতে মানুষ হিমসিম খাচ্ছে। সিংহভাগ মানুষের জীবনে ঈদ যেখানে নিরানন্দের, সেখানে ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা দেশের সম্পদ বেগমপাড়ায় পাচার করে মূল্যস্ফীতি সৃষ্টি করেছে। বাজার সিন্ডিকেটের জন্য আওয়ামী মুনাফালোভী ব্যবসায়ীদেরকে দায়ি করে তিনি বলেন, গণমানুষের সংগঠন হিসেবে বিএনপি সকল পরিস্থিতিতে জনগনের পাশে থাকবে।
কর্মসূুচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। স্বাগত বক্তা ছিলেন জেলা জাসাস আহবায়ক শহিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত। মহানগর জাসাস সদস্য সচিব এহতেশামুল হক শাওন ও জেলা সদস্য সচিব মো: আজাদ আমিনের সঞ্চালনায় কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুুগ্ম আহবায়ক কাজী মো: রাশেদ, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, খন্দকার হাসিনুল ইসলাম নিক। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, শ্রমিক দলের মহানগর সাধারণ সম্পাদক মুজিবর রহমান, স্বেচ্ছাসেবক দল জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, মহিলা দলের মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, শরিফুৃল ইসলাম টিপু, মইদুল হক টুকু, নজরুল ইসলাম আখন্দ, শেখ মো: নাজিম, মো: মাহবুবুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহানাজ সরোয়ার, কওসারী জাহান মঞ্জু, আল আমিন সরদার রতন, মিজানুর রহমান মৃদুল।
জাসাসের মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ রেজাউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মো: সেলিম রেজা, মো: আসিফ ইকবাল, শেখ মো: মিঠু, কে এম এ জলিল, ফয়সাল রহমান স্বপন, শেখ জাহিদ হাসান, ইঞ্জিনিয়ার মো: রিয়াজ হোসেন, মো: ফারুক হোসেন আশা, মো: ইয়াসিন ইসলাম মিন্টু ও জাহাঙ্গীর আলম মুরাদ, সদস্য আমিনুল ইসলাম রাজু, আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার মো: ইয়াসিন, মো: আশরাফুল ইসলাম, রাজিয়া সুলতানা, পুতুল বেগম, মশিউর রহমান, এস এম রফিকুল ইসলাম, মো: শাকিল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মো; রাসেল সরদার, প্রশান্ত কুমার বিশ্বাস, মোস্তফা, জাকির হোসেন প্রমুখ।
এ সময় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, কিসমিস ও বাদাম প্রদান করা হয়।