খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

‘দ্য কাশ্মীর ফাইলস’ মুসলিমদের শত্রু রূপে উপস্থাপন করেছে

বিনোদন ডেস্ক

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস তৈরি করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির মাত্র ৯ দিনে এটি প্রায় ১৫০ কোটি রুপি আয় করেছে। দুই সপ্তাহের আগেই ঢুকে পড়বে ২০০ কোটির মেগাক্লাবে। মাত্র ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমার এমন অবিশ্বাস্য সাফল্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও চলছে ব্যাপক আলোচনা।

এদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে দুটি ভিন্ন মতামত উঠে আসছে। ভারতের অধিকাংশ মানুষ এটিকে সমর্থন দিচ্ছে। বিশেষ করে হিন্দুরা সিনেমাটি রীতিমতো লুফে নিচ্ছে। অন্যদিকে মুসলিমরা দাবি করছে, সিনেমায় তাদেরকে ইচ্ছাকৃত শত্রু রূপে দেখানো হয়েছে।

১৯৯০ সালে কাশ্মীর থেকে লক্ষাধিক হিন্দু পণ্ডিত ঘরছাড়া হয়েছিল। যেটার পেছনে মুসলমানদের হাত ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এত বছর সেভাবে আলোচনা হয়নি। লেখালেখি কিংবা সিনেমা নির্মিত হয়নি। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সেই অজানা ঘটনা সামনে এনেছে।

তবে এমন সিনেমার মাধ্যমে মূলত ভারতে হিন্দু-মুসলমানের মধ্যকার শান্তি নষ্ট করা হচ্ছে বলে মনে করেন খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেতা মনে করেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দেবে।

নানা পাটেকর বলেন, ‘হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই ভারতের বাসিন্দা। দুই সম্প্রদায়েরই শান্তিতে থাকা উচিত। তাদের একে-অন্যকে প্রয়োজন। পরস্পরকে ছাড়া থাকতে পারবেনও না। কোনও এক সিনেমার জন্য এই দুইয়ের মধ্যে বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। দেখতে হবে সকলেই যেন শান্তিতে থাকেন। এমন সিনেমা বানিয়ে যারা এই শান্তি ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে জবাব চাওয়া উচিত। তাদের বুঝিয়ে দেওয়া উচিত, এমন করলে সমাজটাই টুকরো টুকরো হয়ে যাবে।’

উল্লেখ্য, এই সিনেমার প্রশংসা খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেছেন। এমনকি ভারতের আসাম রাজ্যে ছুটিও ঘোষণা করা হয় সিনেমাটি দেখার জন্য। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, ইয়ামি গৌতমসহ অনেকে এর প্রশংসা করেছেন।

তবে কারো কারো দাবি, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ ঘটনা কেবল হিন্দুদের পক্ষ থেকে দেখানো হয়েছে। মুসলিমদের শত্রু রূপে উপস্থাপন করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!