সিরি আ’য় দ্বিতীয় স্থান দখলের লড়াই চলছে সেয়ানে সেয়ানে। নাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থান পোক্ত করেছে ইন্টার মিলান। অন্যদিকে পারমার বিরুদ্ধে ২-০ তে জিতে ঘারে নিঃশ্বাস ফেলছে আটালান্টা। মঙ্গলবার ঘরের মাঠে শুরু থেকেই প্রাধান্য ধরে রেখে খেলতে থাকে ইন্টার। ১১ মিনিটে ইতালিয়ান ফুল ব্যাক দানিলো ডি’ অ্যাম্ব্রোসিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
পিছিয়ে পড়ে গোল পরিশোধে প্রাণান্ত চেষ্টা চালায় নাপোলি। তবে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ৭৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের গোলে জয়ের আনন্দে মাতে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। অন্যদিকে ইউক্রেনের মিডফিল্ডার রুসলান মালিনোভস্কি ও আর্জেন্টাইন উইঙ্গার পাপু গোমেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা। এই জয়ে ৩৭ খেলায় ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই রইল ইন্টার। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আটালান্টা।
তিন ম্যাচ হাতে রেখে টানা নবম বারের মতো লিগ শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। আগামী ২ আগস্ট লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইন্টার-আটালান্টা। ওই ম্যাচেই ২০১৯/২০ মৌসুমের দ্বিতীয় স্থান নিশ্চিত হবে।
খুলনা গেজেট/এএমআর