খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন শাহরুখের পাকিস্তানি নায়িকা মাহিরা

বিনোদন ডেস্ক

বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করেও অনেক অভিনেত্রীর কপালেই শাহরুখ খানের নায়িকা হওয়ার সুযোগ জোটে না। সেখানে পাকিস্তান থেকে এসে শাহরুখের সঙ্গে কাজ করেছেন। শুধু তাই নয়, শাহরুখ আর তার জুটি বেশ বিখ্যাত হয়। মনে ধরে দর্শকদের। এবার সেই নায়িকাই নাকি খুব জলদি বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। বুঝতে পারছেন কি কার কথা হচ্ছে?

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ সিনেমা দিয়ে শাহরুখের বিপরীতে শুরু করেছিলেন তার বলিউড ক্যারিয়ার। যদিও ভারত-পাকিস্তানের মধ্যে চলা অভ্যন্তরীণ বিবাদের কারণে আর হিন্দি ছবিতে দেখা যায়নি তাকে। খবর রয়েছে, এই তারকা সেপ্টেম্বরে তার দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

জানা যায়, সেপ্টেম্বর মাসেই প্রেমিক সেলিমের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মাহিরা। সেলিম পেশায় একজন ব্যবসায়ী। বিয়েতে শুধুমাত্র দুজনের পরিবার ও কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই উপস্থিত থাকবেন। মাহিরা ডেস্টিনেশন ওয়েডিং করবেন বলেও খবর রয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের একটি হিল স্টেশনকে বেছে নিয়েছেন খুব সম্ভবত। তবে অফিসিয়াল কোনো খবরই সামনে আনা হয়নি এখনও অভিনেত্রী বা তার টিমের তরফে।

প্রসঙ্গত, মাহিরার প্রথম স্বামীর নাম আলি আকসারি। দুজনের আলাপ হয়েছিল ২০০৬ সালে লস অ্যাঞ্জেলসে। এরপর ২০০৭ সালে ইসলামিক রীতি অনুসারে মাহিরা আর আলির বিয়ে হয়। শোনা যায়, মাহিরার বাবার নাকি এই বিয়েতে মত ছিল না। ২০০৯ সালে পুত্র সন্তানের জন্ম দেন মাহিরা। তবে ২০১৫ সালে আলাদা হয়ে যান মাহিরা আর আলি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!