খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ১৫০ উইকেটের মাইলফলকে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দশম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বল হাতে অনন্য এক কীর্তি গড়লেন গাজী গ্রুপ চট্টগ্রামের পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের বাঁহাতি এই পেসার। ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রথমবারের মতো বল হাতে উইকেটে আসেন মুস্তাফিজ। ওভারের চতুর্থ বল রাজশাহী দলপতি নাজমুল হোসেন শান্তর ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে। আর৪ এই উইকেটের সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের শর্টার ভার্শনে ১৫০ উইকেটের মালিক বনে যান কাটার মাস্টার খ্যাত এই বোলার।

করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরেই ফিজ জানান দিচ্ছিলেন তাঁর বোলিংয়ের ধাঁর লম্বা বিরতির পরও কমে যায়নি। যার প্রমাণ মিলেছিল বিসিবি প্রেসিডেন্টস কাপে। আর সেই ক্ষরধার বোলিংয়ের ধারা অব্যাহত রয়েছে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। প্রতি ম্যাচেই তাঁর বলের কাছে পরাস্থ হয়ে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৩ রানের খরচায় নিয়েছিলেন ২ উইকেট।

দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে দেখিয়েছিলেন তাঁর বিধ্বংসী বোলিং। পাঁচ রানের খরচায় ঝুলিতে পুরেছিলেন ৪ উইকেট। তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে ২৩ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩ উইকেট। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচের আগেই তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে ৯ উইকেট। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মালিকানা ছিল সাকিব আল হাসানের কাছে। এবার সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেটের ক্লাবে যোগ দিলেন মুস্তাফিজ।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!