খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

দ্বিতীয় দিনেও অচল চবি ক্যাম্পাস

গেজেট ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পাওয়া একাংশের অনির্দিষ্টকালের অবরোধে দ্বিতীয় দিনেও অচল ক্যাম্পাস।

দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বললে রাতে সাময়িক সময়ের জন্য ফটকের তালা খুলে দেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ফটকে আবার তালা দিয়ে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এদিকে অবরোধ থাকায় কোনো শিক্ষক ও স্টাফ বাস ক্যাম্পাস ছেড়ে যায়নি। বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জম হোসেন জানান, অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে শহরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।

মঙ্গলবার সকাল থেকে কোনো শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়নি বলে জানিয়েছেন ষোলশহর জংশনের স্টেশন মাস্টার ফখরুল পারভেজ।

তিনি জানান, অবরোধ চলায় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ট্রেন চলাচলের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

বিশ্ববিদ্যালয়ে বিজয় গ্রুপের একাংশের নেতা ও পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ পাওয়া নজরুল ইসলাম সবুজ বলেন, ‘আমাদের আন্দোলন চলছে। রাতে ফটকের তালা খুলে দেয়া হলেও আজ সকাল ১০টার দিকে আবার তালা দেয়া হয়। আমরা ফটকের সামনেই আছি। বাস-ট্রেন বন্ধ আছে।’

তিনি বলেন, ‘রাতে গেট খুলে দিয়েছি, কারণ কেউ অসুস্থ হতে পারে, অ্যাম্বুলেন্স চলাচলের প্রয়োজন হতে পারে। এসব ভোগান্তির কথা চিন্তা করে রাতে আমরা গেট খোলা রেখেছি।’

এর আগে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি জানান বিজয় গ্রুপের পদবঞ্চিত নেতা-কর্মীরা।

তাদের দাবিগুলো হলো:

১. মো. ইলিয়াসকে (অছাত্র, ইয়াবা ব্যবসায়ী ও টেন্ডারবাজ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার করতে হবে।

২. পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করতে হবে।

৩. সব অছাত্র, শিবির, বিএনপি-জামায়াত ও বিবাহিত কর্মীদের ঘোষিত কমিটি থেকে বাদ দিতে হবে।

৪. তাদের ৫০ জন ত্যাগী, মেধাবী ও নিয়মিত ছাত্রকে কমিটিতে অন্তর্ভুক্ত করে আজকের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করতে হবে।

৫। পদবিতে সিনিয়র ও জুনিয়র ক্রম ঠিক করতে হবে।

তিন বছর পর গত রোববার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর পরপরই ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে বিক্ষোভ-অবরোধ করছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দেন বিজয় গ্রুপের নেতা-কর্মীরা। তাদের দাবি, বিজয় গ্রুপের আরেক নেতা ও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মো. ইলিয়াসকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হোক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!