বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেছে। বাংলাদেশ ব্যাট করলেও রান তাড়া করতে নামতে পারেনি স্বাগতিক ক্যারিবীয়ানরা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হানা দেয়ার আশঙ্কা রয়েছে।
উইন্ডিজ ও টাইগারদের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোর কথা রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায়। প্রথম ম্যাচের মতো এ ম্যাচটিও ডমিনিকার উইন্ডসর পার্কে অনুষ্ঠিত হবে। এ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ? প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংস ওপেন করেছিলেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। মুনিম ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে তিনিই থাকতে পারেন এনামুলের সঙ্গে। বিপিএলে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। হার্ডহিটিংয়ে তার বেশ সুনামও রয়েছে। যদিও এখনো জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি এ তারকা।
দলে সাকিব, লিটন, মাহমুদউল্লাহ রিয়াদদের স্থান তো একরকম পাকাই। প্রথম ম্যাচে ওয়ানডাউনে খেলেছেন সাকিব। লিটন-মাহমুদউল্লাহ নেমেছেন এরপর। এ ম্যাচেও সেই ধারা বজায় থাকতে পারে। আফিফ হোসেন প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ছয় নম্বরে দেখা যেতে পারে তাকে। কারণ, সম্প্রতি সাদা বলের খেলায় বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবশেষ ছয় ম্যাচের চার ইনিংসেই তার ব্যাট থেকে ২০ বা তার বেশি রান এসেছে।
নুরুল হাসান সোহানকে কি বাদ দেয়ার কোনো সুযোগ আছে রাসেল ডমিঙ্গোর সামনে? হয়তো নেই। কারণ, প্রথম ম্যাচে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেছেন। প্রথম ম্যাচে অলরাউন্ডার হিসেবে খেলেছেন মেহেদী হাসান। কোচ চাইলে তার জায়গায় পেসার হিসেবে তাসকিন আহমেদও খেলতে পারেন। একাদশের বাকি তিনজন হতে পারেন নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
খুলনা গেজেট / আ হ আ