খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

দৌলতপুর বিএনপি ও খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের সভা

গে‌জেট ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় হলে তারেক রহমান দেশে আসবেন এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্ত হবেন উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, সরকার বিরোধী দলের কণ্ঠস্বর চেপে রাখতে চায়। তারা আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করছেন। নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে গ্রেপ্তার নির্যাতন, গুম-খুন বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদি শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই।

সোমবার (২৮ আগস্ট) বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায়  এবং জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দৌলতপুর থানা বিএনপি: সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা স্থানীয় বিএনপি কার্যালয়ে থানা আহবায়ক আবু মো, মুর্শিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,  শেখ  আনসার আলী, মতলেবুর রহমান মিতুল, নুর ইসলাম বাচ্চু, সাঈদ হাসান লাভলু, আবদুল ওহাব, খবির উদ্দিন, জয়নাল আবেদীন,  মাজেদুল হক, পারভেজ ইসলাম, আনোয়ার হোসেন, আজম সরোয়ার, সরদার আরব আলী,  রাজাউর রহমান প্রিন্স, মিজানুর রহমান, শেখ নাজিম, মাঈনুল হোসেন,  সিরাজুল ইসলাম সানি, আব্দুর রাজ্জাক, রকিবুল ইসলাম মিঠু, হুমায়ুন কবির, শামীম আজাদ মিলু,বিল্লাহ হোসেন,  গোলাম নবী, রাসেলুজ্জামান, অমল সরকার, ইকবাল খন্দকার, সিরাজ দেওয়ান, মনিরুল ইসলাম, কবির হোসেন, ইকলাস মোড়ল, জাকির হোসেন,  যুবনেতা মোল্লা সোহেল, এম এম জসিম, মাহবুব হোসেন,হায়দার আলী লাবু, রওশন মোস্তাফিজ নয়ন,  সেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, আল আমিন রতন, এস এম শফি, ছাত্রনেতা আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, পারভেজ মিজান, এহসানুল ইসলাম শিথিল, শোভন,  মহিলাদল নেত্রী সালমা বেগম, মদিনা বেগম, রুমা বেগম, আয়শা বেগম, ফিরোজা খাতুন, হাবিবুর রহমান, রকিবুল ইসলাম, হান্নান মোড়ল, আশরাফুল ইসলাম, নারায়ণ মিশ্র, নাসির হাওলাদার, কবির হোসেন, এনায়েত হোসেন, আজহার শেখ, আলম মহারাজ, আসমা সুলতানা, নাসিফ ইকবাল, মাসুদ মল্লিক, বাহারুল ইসলাম, বিশ্বজিৎ,  মহানন্দ বড়ৈ, বেলায়েত হোসেন, আহসান হাবীব, শাহিন আজাদ,
মোঃ লাল মিয়া, মোঃ ইসমাইল প্রমুখ।

সভায় ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর থানা বিএনপি সকাল ৯টায় থানা বিএনপি অফিস থেকে বর্নাঢ্য শোভাযাত্রা, দৌলতপুর থানা বিএনপি অফিস এবং ওয়ার্ড বিএনপি অফিস সমুহে আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়।

খালিশপুর আঞ্চলিক শ্রমিকদল: সোমবার বিকাল ৫টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদল খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আবু দাউদ দ্বীন মোহাম্মাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়
প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকদলের আহবায়ক মজিবর রহমান, বিশেষ বক্তা ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি ছিলেন, স,ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম জাহিদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ শাহিনুল ইসলাম পাখি, মোঃ মোহাম্মাদ হোসেন, মোকছেদুল আলম, আবদুর রাজ্জাক, দুলাল, শেখ আ. কাদের, সৈয়দ আনোয়ার হোসেন, আযম সরোরায়, দেলোয়ার হোসেন, বাবুল গাজী, মোহম্মদ হোসেন, ইসলাম খলিফা, ইব্রাহিম খলিল, মোজাম্মেল শেখ,মিজান, আমিনুল ইসলাম, রাহুল চিশতি, আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!