খুলনা মহানগরীর দৌলতপুরের দেয়ানা নর্থ ন্যাশনাল ক্লাবের আয়োজনে ৩২ দলীয় রাশেদ আহসান পিন্টু স্মৃতি প্রাইজমানি নৈশ লং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে গতকাল রাতে দেয়ানা টাইগার্স ১০৪ রানের বড় ব্যবধানে আহনাফ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে দেয়ানা টাইগার্স ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আহনাফ একাদশ ১০.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৫ রান করতে সমর্থ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা সবাই জানি ক্রীড়া ও সংস্কৃতি সুষ্ঠু বিনোদনের মাধ্যম।শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকার জন্য ক্রীড়া চর্চা দারুণ সহায়ক। একটি সুন্দর সমাজ, দেশ তথা জাতি গঠনে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে ক্রীড়া চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ব্যবসায়ী এ.এম হারুন অর রশীদ, ব্যবসায়ী সরদার লিয়াকত হোসেন লাভলু-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএম