আমরা দু’জন রাগ ও অভিমান,
প্রতিনিয়ত আমরা দু’জন দু’জনকে করি দোষারোপ।
কে যে কম! কে যে বেশি
কি দরকার এতো সালিশি?
তোমাকে না হয় জিতিয়ে দিতাম,
সবার কাছে না হয় মহৎ হতাম।
বড্ড শখ-ভালো হওয়ার,
জানি আমি! আমি বড্ড পাজি…
তবুও তো দু’জন দু’জনারি।
হা..হা..হা.. হাসি পায় গো
কার চেয়ে কে কম যায় গো।
সমান পাজি! বাটখারাতে ওজন করো দেখবে…
যখন আমরা বুড়ো হবো
সে দিনে ও কম যাবো না…
দোষারোপ করতে নেইকো মানা।
আমার চোখে দোষী তুমি
আর তোমার চোখে আমি।
দোষ দিতে কেউ কম যায় না-
বড্ড বেশি দুষ্টুমিতে ভালোবাসার প্রকোপ,
আমৃত্যু দু’জন দু’জন কে করি দোষারোপ।
খুলনা গেজেট/এনএম