করোনা মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আজ ১৮ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকেই শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে শুরু করেন। এদিন শুধুমাত্র মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে প্রবেশের অনুমতি পান।
হলে প্রবেশকালে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ উপহার দিয়ে স্বাগত জানান স্ব স্ব হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টবৃন্দ। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা হলে ফেরায় ক্যাম্পাসে উৎসবের হাওয়া লেগেছে। প্রাণের ছোঁয়া লাগছে ক্যাম্পাসে। হলের সামনে একে অপরকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করে।
আগামী ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। তবে হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।
খুলনা গেজেট/এনএম