দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রধান কার্যালয়ে (২৮/১ নয়াপল্টন, ঢাকা) এক সভা অনুষ্ঠিত হয়। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় বিকেল ৪ টার সভা শুরু হয়।
সভায় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বাগেরহাট জেলার ১২টি ইউনিট কমিটি এবং চুয়াডাঙ্গা জেলার ২টি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবদলের নতুন কমিটিতে মোঃ জাকারিয়া শেখ আহবায়ক ও শেখ আসাদুজ্জামান (আসাদ) সদস্য সচিব হয়েছেন। এ ছাড়া কমিমিটিতে আবুল হোসেন জাহাঙ্গীর জ্যৈষ্ঠ যুগ্ম-আহবায়ক ও মোঃ হুসাইন বিশ্বাস হোসেন যুগ্ম-আহবায়ক পদে রয়েছেন।
নতুন কমিটি প্রসংগে চিতলমারী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মিরা বলেন, ২০০৩ সালে সর্বশেষ চিতলমারী উপজেলা যুবদলের কমিটি হয়েছিল। ওই কমিটিতে শেখ মহব্বত সজল সভাপতি ও মো. শহর আলী গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর পর এ কমিটি হলেও আমরা সকলে খুব খুশি। কারণ মোঃ জাকারিয়া শেখ ও শেখ আসাদুজ্জামান দলের পরীক্ষিত নেতা। তাঁরা দুজনেই পরিচ্ছন্ন ও দক্ষ সংগঠক এবং ত্যাগী ও দুর্দিনের কান্ডারী।
খুলনা গেজেট/ এস আই