খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে নেতাকর্মীদের প্রতি তারেক রহমান

দেশে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই: জাকের পার্টির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, যশোর

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, এ পার্টি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। তারা সব সময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধি ও সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্র চলছে, তা রুখে দিতে হলে এবং নতুন সংস্কার করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই। একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই।

তিনি রোববার যশোর জিলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। দলের জেলা সভাপতি হাজী মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিদা হায়দার দিপ্তীসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ ।

মহাসচিব শামীম হায়দার আরও বলেন, জাকের পার্টি চায় এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক। জনগণের পছন্দের নির্বাচন হোক। জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি দলের গুণগত পরিবর্তন আনতে হবে।

মহাসচিব বলেন, জাকের পার্টির প্রতিষ্ঠার পর যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তবে জাতীয় স্বার্থে কখনো আদর্শগত ও ইস্যুগত ভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে জনগণ তাদের বেছে নেবে। অবশ্য সামনের পরিস্থিতি বলে দেবে আমরা জোটবদ্ধ হব না এককভাবে যাত্রা অব্যাহত রাখব।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!