খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

দেশে ফিরেই হাসপাতালে আব্দুল কাদের

বিনোদন ডেস্ক

ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ক্যানসার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬ টার একটি ফ্লাইটে পরিবার নিয়ে দেশে ফেরেন তিনি। বর্তমানে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির প্রস্তুতি চলছে। সন্ধ্যা ৭ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

জেমি বলেন, ‘আমরা মাত্র নামলাম। বাবার অবস্থা আগের চেয়ে একটু ভালো। উনাকে বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন।’

এর আগে গতকাল চিকিৎসকের বরাতে জাহিদা ইসলাম জেমি জানিয়েছিলেন, ‘সম্প্রতি তাঁকে (আব্দুল কাদের) রক্ত দেওয়া হয়েছে, সেজন্য হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে। আর শরীর দুর্বল থাকায় বাবাকে কেমো দেওয়া যাচ্ছে না। চিকিৎসকেরা বাবাকে দেশে নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়ে বলেছেন, দেখেন কী হয়। বাকিটা আল্লাহ ভরসা।’

কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল কাদের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!