সারা দেশে প্রতিদিন ৬৩টি অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে গত সাত দিনে মারা গেছে ৩৫ জন। সারা দেশে গত দুই মাস ৯ দিনে ছোট-বড় মিলিয়ে চার হাজার ৩৪৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৭ জন মারা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সাম্প্রতিক সময়ে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে। এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতাই মূলত অগ্নিকাণ্ডের কারণ। তবে অগ্নিকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্ব পালনে অবহেলা রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত কার্যক্রমের ২০২২ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন এবং পুলিশ সূত্রে জানা যায়, সারা দেশে গত দুই বছরে ছোট-বড় মিলিয়ে প্রতিদিন গড়ে ৬৩টি অগ্নিকাণ্ড ঘটেছে। গত ১৪ মাস ১০ দিনে সারা দেশে মারা গেছে ১৪৫ জন। অগ্নিকাণ্ডে এক বছরে ক্ষতির পরিমাণ ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। ফায়ার সার্ভিসসহ অন্যদের সহযোগিতায় এক হাজার ৮০৮ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৬৬০ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ফায়ার সার্ভিসের ২০২২ সালের প্রতিবেদনে আগুন লাগার ২০টি কারণ উল্লেখ করা হয়েছে। যেসব জিনিস বা ঘটনা থেকে আগুন লাগে, তা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট, বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ, গ্যাস ও মাটির চুলা, বৈদ্যুতিক সরঞ্জাম, উত্তপ্ত ছাই, যন্ত্রাংশের ঘর্ষণ, ছোটদের আগুন নিয়ে খেলা, শত্রুতামূলক ও উচ্ছৃঙ্খল জনতার অগ্নিসংযোগ, বজ্রপাত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, বাজি পোড়ানো, মাত্রাতিরিক্ত তাপ, মেশিনের মিস ফায়ার, স্বতঃস্ফূর্ত প্রজ্বালন, স্থির বিদ্যুৎ, রাসায়নিক বিক্রিয়া, সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণ, গ্যাস সরবরাহ লাইনে আগুন, যানবাহনে দুর্ঘটনাজনিত আগুন, খোলা বাতির ব্যবহার ও অজ্ঞাত রহস্যজনক আগুন।
১৪ মাসে মৃত্যু ১৪৫
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র বলেছে, অগ্নিকাণ্ডে গত ১৪ মাস ১১ দিনে মারা গেছে ১৪৫ জন। গত দুই মাস ৯ দিনে ছোট-বড় চার হাজার ৩৪৭টি দুর্ঘটনায় মারা গেছে ৪৭ জন। এর মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গত সাত দিনে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। আহত হয়েছে তিন শতাধিক ব্যক্তি। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় আবদুল হাই জামালী নামে এক যুবকের মৃত্যু হয়। একটি পাঁচতলা ভবনের চিলেকোঠায় আগুন লেগে তিনি মারা যান।
আগুনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের মৃত্যুতে এখন সংকটে গোটা পরিবার। এসব মৃত্যুর দায় নিচ্ছে না কেউ।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সিদ্দিকবাজারের দুর্ঘটনা ছাড়াও গত রবিবার রাজধানীতে আরেকটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে সায়েন্স ল্যাব এলাকায়। একটি তিনতলা বাণিজ্যিক ভবনে ঘটা ওই বিস্ফোরণ থেকে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। আহত অর্ধশতাধিক। এর আগের দিন চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণ থেকে লাগা আগুনে সাতজনের মৃত্যু হয়। আহত শতাধিক। সীতাকুণ্ডে আরো বড় দুর্ঘটনা ঘটে গত বছরের ৪ জুন। সেখানে বেসরকারি একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ থেকে লাগা আগুনে ৫১ জনের মৃত্যু হয়। দগ্ধ হয় দুই শতাধিক। কনটেইনারের রাসায়নিক থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। সীতাকুণ্ডে গতকালও তুলার গুদামে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে দুজনের মৃত্যু হয়।
২০২২ সালে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে চলতি বছরের ৯ মার্চ পর্যন্ত ২৪ হাজার ১৬৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯০ জন পুরুষ ও ১৫ জন নারী। আহত ৫৭৭ জন।
গত এক বছরে গ্যাস সরবরাহ লাইনের আগুন থেকে ৭৯৫টি অগ্নিদুর্ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে জমে থাকা গ্যাস থেকে আগুনের ঘটনা নিয়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।