চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম ১০ মাসে দেশে প্রতিদিন গড়ে তিনজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নারী নিরাপত্তা জোট।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮৩০টি। সে হিসেবে প্রতিদিন গড়ে তিনজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে পারিবারিক নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটেছে ৪১১টি।
নারী নিরাপত্তা জোট থেকে আরও বলা হয়, ধর্ষণের পর হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে। তদন্ত প্রতিবেদনে অনেক গাফিলতির কারণে ৮০ শতাংশ মামলা নষ্ট হয়ে যায়।
সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনে নিষ্পত্তি করাসহ ৯টি দাবি তুলে ধরেন বক্তারা।