খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

দেশে পৌঁছেছে ৯৩ টন কাঁচা মরিচ, আসবে আরও ৩৭ হাজার টন

গেজেট ডেস্ক

দেশে কাঁচা মরিচের দাম বৃদ্ধি ও ঘাটতি মেটাতে এ পর্যন্ত মোট ৯৩ টন মরিচ আমদানি করা হয়েছে। কেবল আজ রোববারই (বিকেল ৫টা পর্যন্ত) ৫৫ টন মরিচ দেশে এসেছে।

রোববার (২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি জানান, ঈদের ছুটির পরে আজ (রোববার) বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

প্রসঙ্গত, সম্প্রতি সারাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে কাঁচা মরিচের সরবরাহ কম দাবি করে এর দাম বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। দাম বাড়তে বাড়তে কোরবানির ঈদের আগের দিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এক হাজার থেকে ১২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে বর্তমানে দাম কমে এলাকাভেদে ৬০০-৮০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!