কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে শনিবার (১১ মার্চ) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেশে গণতন্ত্র বলে কিছু নেই।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা শেষ করে দিয়েছে সরকার, গত পনের বছর ধরে সরকারি দলের নেতাকর্মীরা সুযোগ নিচ্ছে, যেই আশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা বাস্তবায়ন হয়নি, দেশের জনগণের আজ কোনো মূল্য নেই, সরকার প্রজাতন্ত্রের কথা মুখে মুখে বলে, প্রজাদের কোনো ভূমিকা নেই, স্বাধীনতাযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি, গণতন্ত্র নেই।
জি এম কাদের সরকারের সমালোচনা করে বলেন, ‘বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে গণতন্ত্রের দেশ বলে স্বীকৃতি দেয় না, মুখে মুখে বর্তমান সরকার গণতন্ত্রের কথা বলে, দেশে কোনো গণতন্ত্র নেই। তিনি বলেন, সত্য কথা বললে ফাঁসি হবে, বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ, ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। রিজার্ভ নেই, রিজার্ভ নিয়ে সরকার লুকোচুরি করছে, সত্য বলে না। বিশ্বের অনেক দেশই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো না, উন্নয়নশীল অনেক দেশ ব্যবসা করতে বাংলাদেশে আসছে না, দ্রব্যমূল্য বাড়ছে, প্রতিটি প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
বক্তৃতার শেষে জি এম কাদের বলেন, সরকারের খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় জাতীয় পার্টি সহযোগিতা করবে।
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।