খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪

গেজেট ডেস্ক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২ হাজার ৭৪৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪২ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ২১ জন চট্টগ্রামের ৮ জন, সিলেটের ৩ জন, রংপুরের ২ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন।

হাসপাতালে মারা গেছেন ৩৭ জন এবং বাসায় ৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৭৫১ জনের।

আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ১৩ হাজার ২৫৪।

গত ২৪ ঘন্টায় মোট ১১ হাজার ৯৭৬ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে এবং পূর্বের নমুনা মিলে মোট ১২ হাজার ৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯ টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!